Main Menu

কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ সফলে আন্তরিকভাবে কাজ করতে হবে:: ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির

+100%-

আগামী ৪ থেকে ৯ নভেম্বর ও ১৬ থেকে ২৩ নভেম্বর ২০১৭ তারিখে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে মাহবুবুল হুদা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির।

পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের সহকারী সার্জন ডাঃ সাঈমা রহমান, সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নাজবাহুল ইসলাম বকুল, পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফেরদৌস মিয়া, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই ডাবলু, সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা বেগম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য্য, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম, মেড্ডা পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান হাফিজ, কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তাহসিনা পলি, আদর্শ কেজি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, পৌরসভার স্বাস্থ্য সহকারী আবু সাঈদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির বলেন, শিশুদেরকে সঠিক সময়ে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো অত্যন্ত জরুরী। তাই সরকার দেশের প্রতিটি স্থানে একযোগে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষ্যে এই কর্মসূচী চালিয়ে যাচ্ছে। সরকারের নেওয়া কর্মসূচী বাস্তবায়নে আমাদের সকলের আন্তরিকভাবে কাজ করতে হবে। এতে করে আমাদের শিশুরা উপকৃত হবে।






Shares