কাজীপাড়া থেকে গ্রেপ্তার জামায়াত রোকন
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ার আইডিয়াল হাই একাডেমি স্কুল থেকে জামায়াত রোকন মো. শাখাওয়াত হোসেনকে (৪০) শনিবার বিকেলে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তিনি ওই স্কুলের সহকারি শিক্ষক। শাখাওয়াত হোসেন কসবা উপজেলার মাইজখার গ্রামের মো. কানু ভূঁইয়ার ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এস. আই) মো. নাজমুল হোসেন জানান, জামায়াত রোকন শাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মামলা আছে। তাকে ধরার জন্য বেশি কিছুদিন ধরে চেষ্টা করা হচ্ছিল। শাখাওয়াত হোসেনকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
« আশুগঞ্জ সার কারখানা সিবিএ নির্বাচনে বাবুল-ফরিদ পরিষদ জয়ী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বিজয়নগরে গাঁজাসহ আটক ১ »