Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের সভায়

আল-মামুন সরকার এর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌর পরিষদের মাসিকসভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জুম অ্যাপসের মাধ্যমে ভার্চ্যুয়ালী পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, মিজানুর রহমান, মোঃ আবদুল মালেক, ওমর ফারুক জীবন, ফারুক আহমেদ, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ কাওসার মিয়া, মোঃ সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী কাউছার আহমেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান, সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারী প্রমুখ।

সভা সঞ্চালনা করেন পৌর সচিব মোঃ সামছুদ্দিন। সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এর বাড়িতে অগ্নিসংযোগ একটি নাশকতামূলক ন্যাক্কারজনক ঘটনা। আমরা পৌর পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক শাস্তিদাবী করছি। এতে উপস্থিত পরিষদবৃন্দ একমত পোষণ করেন। এছাড়াও সভায় বিভিন্ন আলোচনা করা হয়।






Shares