Main Menu

আনন্দ টেলিভিশনের ৩য় বর্ষপূতি উদযাপিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণ্যাঢ্য আয়োজনে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল “আনন্দ টিভির” ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আনন্দ টেলিভিশন দর্শক ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। অনুষ্ঠানে বিশিষ্ট বাচিক শিল্পী সাংবাদিক মোঃ মনির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আনন্দ টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মনির হোসেন টিপু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, গনমাধ্যম হলো সমাজের বিবেক। যে বিবেক থেকে আমরা দেশ ও সমাজকে নিয়ে চিন্তা করে থাকি। একটি সুন্দর দেশ ও সমাজ বিনির্মাণে গনমাধ্যমের বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি আরো বলেন, বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে আনন্দ টেলিভিশন হাটি হাটি পা পা করে জনপ্রিয়তার সাথে ৩ বছর অতিক্রান্ত করেছে যা অনেক বড় অর্জন। আমি আশা করি আনন্দ টেলিভিশন তার নামের সাথে মিল রেখেই ভিন্ন মাত্রায় দর্শক শ্রুতাদের বিনোদন দেয়ার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের টেলিভিশন জগতে নিজস্ব স্বকীয়তায় দর্শক শ্রুতাদের মাঝে দৃঢ় অবস্থান বজায় রাখবে। তিনি এ সময় একটি সুন্দর আয়োজনের জন্য আনন্দ টেলিভিশন ব্রাহ্মণবাড়িয়া দর্শক ফোরামকে সাধুবাদ জানান এবং আনন্দ টেলিভিশনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পরে তিনি অতিথিবৃন্দ ও শিশুদের সাথে নিয়ে কেক কেটে টেলিভিশনটির বর্ষপূর্তি উদযাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও চিত্র সাংবাদিকগন উপস্থিত ছিলেন।






Shares