Main Menu

আগামী ২২ নভেম্বর সাবেক সাংসদ এডঃ লুৎফুল হাই সাচ্চুর সপ্তম মৃত্যু বার্ষিকী

+100%-

স্মরণসভা ও দোয়া মাহফিল করবে স্মৃতি পরিষদ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৩নং সেক্টরের গেরিলা উপদেষ্ঠা, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিশ্বস্তরাজনৈতিক সহচর, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি এডঃ লুৎফুল হাই সাচ্চুর সপ্তম মৃত্যু বার্ষিকী । ২০১০ সালের ২২ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ব্রাহ্মণবাড়িয়া গণমানুষের প্রিয় এই নেতা।

এ উপলক্ষে আগামী ২২ নভেম্বর ২০১৭ইং রোজ বুধবার বিকেল ৪টায় এডঃ লুৎফুল হাই সাচ্চুর মৌলভীপাড়াস্ত বাসভবনে এক স্মরণসভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করেছে এডঃ লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদ ব্রাহ্মণবাড়িয়া। স্মৃতি পরিষদের আহবায়ক, মুক্তিযুদ্ধকালিন ব্রাহ্মণবাড়িয়া সদর থান গেরিলা কমান্ডার, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও মরহুমনেতার দীর্ঘদিনের রাজনৈতিকসহচর, বীরমুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল আলম (এমএসসি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার (কর বাহাদুর-পরিবার), জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, জেলা নাগরিক সমাজ এর সভাপতি আলহাজ্ব তাজ মোহাম্মদ ইয়াছিন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিসেস মিনারা আলম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ মিজানুর রহমান, মরহুম নেতার ছোট ভাই সাবেক যুগ্ম সচিব নাজমুল হাই সানী, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চডউ) প্রকৌশলী সামসুজ্জোহা, মরহুম সাংসদের ভগ্নীপতি প্রকৌশলী সামছুল আলম, স্বাধীনতা শিক্ষক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখবেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুজ্জামান আনসারী, জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ কাউছার আহমেদ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. শাহানুর ইসলাম প্রমুখ। উক্ত দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন স্মৃতি পরিষদের সদস্য সচিব আলহাজ্ব তাজ মোহাম্মদ ইয়াছিন। প্রেস বিজ্ঞপ্তি

 






Shares