Main Menu

আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে জাতীয় পার্টি প্রার্থী তালিকা চুড়ান্ত

+100%-

প্রতিনিধি:এক সময়ে জাতীয় পার্টি দুর্গ্য হিসাবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া। জেলার অধিকাংশ আসন ছিল জাতীয় পার্টি দখলে। ৬টি আসনের মধ্যে এখন শুধু মাত্র ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে এড.জিয়াউল হক মৃধা জাতীয় সংসদ সদস্য রয়েছেন। বাকী ৫টি আসন এখন জাতীয় পার্টি হাতছাড়া। আগামী সংসদ নির্বাচনে হারানো অতীত ফিরিয়ে আনার জন্য দলের সিন্ধান্ত অনুযায়ি নির্বাচনের আগে থেকেই প্রার্থী বাছাইয়ে মাঠে নামে জেলা জাতীয় পার্টি। ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনে জাতীয় পার্টি পার্টি প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে জেলা জাতীয় পর্টি। তবে এই নিয়ে কেউ আনুষ্ঠানিক কথা না বললেও একটি সূত্র নিশ্চিত করেছে যে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাছিরনগর) আসনে রেজুওয়ান আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল-আশুগঞ্জ) এড.জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদরও বিজয়নগর) এড.রেজাউল ইসলাম ভুইঁয়া, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) তারেক আহমেদ আদেল ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) ও ৬ (বাঞ্চারামপুর) দুইটি আসনে কাজী মামুনুর রশিদ।
তবে এই বিষয়ে জেলা জাতীয় পার্টি চলতি সপ্তাহে একটি যৌথ সভা রয়েছে। সভা শেষে এই তালিকা কেন্দ্রে পাঠানো হবে। তবে জেলা জাতীয় পার্টি সদস্য সচিব ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা কাজী মামুনুর রশিদ জানান আমরা জেলার ৬টি আসনে প্রার্থীদের একটি খসড়া তালিকা করা হয়েছে। তবে জেলা জাতীয় পার্টি যৌথ সভায় আলোচনা শেষে দলের বেঁেধ দেওয়া সময়সীমা আগামী ২৮ফেব্রুয়ারি মধ্যে প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানো হবে।






Shares