Main Menu

সাংবাদিক শিমূল নিহতের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় গনমাধ্যমকর্মীদের মানবন্ধন

+100%-

দৈনিক সমকালের সাংবাদিক শিমূল নিহতের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাকিদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ, আ, ম রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আব্দুর নূর প্রমূখ। এ সময় বক্তারা পেশাগত দায়িত্ব পালণকালে সাংবাদিকদের উপর পুলিশি হামলা ও নির্যাতনসহ সিরাজগঞ্জে গুলিতে সাংবাদিক শিমূল নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। পরে তারা প্রতিবাদ জানাতে শহরের প্রধান সড়কে অবস্থান নেয়। মানববন্ধনে ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Shares