Main Menu

শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার মান উন্নয়নে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের সচেতনতা সৃষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুলতান ইউনিয়নের হাবলাউচ্চ গ্রামে হাবিব কিন্ডারগার্টেনে মাছিহাতা ফাউন্ডেশনের উদ্যোগে দিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষানুরাগী নজরুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাছিহাতা ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ।।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মনিরুজ্জামান ভূঁইয়া শিপু, মো. মহিউদ্দিন, শেখ মহসিন, শেখ কাওসার প্রমুখ।

অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারাই হলেন শিক্ষার্থীর পথ প্রদর্শক; শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। শিক্ষকরা হলেন যুব সমাজের মূলস্তম্ভ। ছাত্রদের চরিত্র গঠনে তাদের ভূমিকা অপরিসীম।

তিনি আরো বলেন- শিক্ষকতা কেবল একটা চাকরি নয়। শিক্ষকতার পরিসর কেবল সময় বেঁধে অফিসে যাতায়াত আর ক্লাস-পরীক্ষা নেওয়ার মধ্যে সীমিত নয়। শিক্ষক হওয়া মানে অহঙ্কারি ও রাগী ‘স্যার’ বা ‘ম্যাডাম’ হওয়া নয়; একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব হলো শিক্ষার্থীর অন্তর থেকে অন্ধকার দূর করে তাকে আলোকিত করা, একজন শিক্ষক হবেন শিক্ষার্থীর সেই পরম বন্ধু, যার কাছে শিক্ষার্থীরা জীবনের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়গুলো পরম আস্থার সাথে, পরম বিশ্বাস ও নির্ভরতার সাথে প্রকাশ করতে পারবে। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সহজ, সরল ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক গড়ে উঠলেই শিক্ষার্থী ক্রমে বিদ্যার্থী হয়ে উঠবে এবং জাতি উপকৃত হবে।

কর্মশালায় ২৫০ জন শিক্ষক অংশ নেন। শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সম্মাননা স্মারক দেয়া হয়।