শালগাঁও ইজতেমা ঘাটে নৌকাডুবি, আহত পাঁচ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শালগাঁও-কালিসীমা চৌদ্দ মৌজায় অনুষ্ঠেয় আঞ্চলিক ইজতেমা সংলগ্ন তিতাস নদীর ঘাটে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় হুড়োহুড়িতে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইজতেমা মাঠে জুম্মার নামাজ আদায় শেষে ৫০/৬০ জন মুসল্লি একটি ইঞ্জিনচালিত নৌকায় করে কাউতলি যাচ্ছিলেন। এসময় অতিরিক্ত মুসল্লির চাপে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়।
এতে নৌকার ভেতরে থাকা পাঁচজন মুসল্লি আহত হন। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মুসল্লিদের উদ্ধার করেন । আজ আঞ্চলিক ইজতেমার দ্বিতীয় দিনে জুম্মার নামাজ আদায় করতে ইজতেমা মাঠ ও তিতাস নদীর তীরে মুসল্লিদের ঢল নামে।
« বিজয়নগরে দু পক্ষের সংঘর্ষে আহত ১৫ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অদ্বৈত মেলা »