Main Menu

শারদীয়া নবপত্রিকার প্রকাশনা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

+100%-

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রকাশিত শারদীয়া নবপত্রিকার তৃতীয় বর্ষ সংখ্যা নিয়ে এক আলোচনা সভা গত সোমবার অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ রোডস্থ মা কমপ্লেক্সে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা ।

ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন।

বিশেষ অতিথি ছিলেন রেডক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সেক্রেটারী সাবেক ভিপি এমদাদুল হক চৌধুরী, ইউনিট অফিসার আতিকুর রহমান, শিক্ষক মিল্টন বিশ্বাস।

স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক প্রকাশক প্রসন্ন দাস প্রশান্ত।

সায়মন ওবায়েদ শাকিল এর পরিচালনায় বক্তব্য রাখেন জনি মল্লিক, মনিরুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

আলোচনা সভায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ প্রকাশনাকে অভিনন্দন জানান হয়।

আলোচনায় প্রধান অতিথি প্রফেসর অমৃত লাল সাহা অসাম্প্রদায়িক চেতনায় দেশ প্রেম উদ্বুদ্ধ হয়ে সমাজের সকল স্তরে শান্তি সমুন্নত রাখার আহবান জানান হয়।






Shares