Main Menu

শহীদ বুদ্ধিজীবিদের আত্মত্যাগের কথা আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে — জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, সিভিল সার্জন ডাঃ নিশীত নন্দী মজুমদার, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ আবু হোরায়রাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আসাদুজ্জামান। সভা পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজা পারভীন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবিদের আত্মত্যাগের কথা আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেদিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। তারা ছিল আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। আজকের এই দিনে আমরা তাদের আত্মার প্রতি গভীরভাবে শ্রদ্ধা জানায়।






Shares