Main Menu

রিয়াজ উদ্দিন জামির রুহের মাগফেরাত কামনায় দোয়া

+100%-

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি, চ্যানেল টোয়েন্টিফোর এর সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ বেতার কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা প্রয়াত রিয়াজ উদ্দিন জামির রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আছর প্রয়াতে কালাইশ্রীপাড়াস্থ বাসভবন চত্বরে পরিবারবর্গের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

এছাড়াও সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আল আমিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আ,ফ,ম কাউসার এমরান, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মফিজুর রহমান লিমন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম খান সাদত, সাবেক কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বেলাল, আইসিটি সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী, আইসিটি সম্পাদক জালাল উদ্দিন রুমি, এসএটিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান পলাশসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মরহুম রিয়াজ উদ্দিন জামির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন জেলা জামে মসজিদের খতিব মাওলানা সিবগাহতুল্লাহ নূর।


Shares