Main Menu

মুজিব বর্ষে সকল সিজারিয়ান ও বিভিন্ন জটিল অস্ত্রোপচার ফ্রিতে করবে সদর হাসপাতাল

+100%-

জন্মশতবাষির্কী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের অন্ত:বিভাগে কিছু গুরুত্বপূর্ণ সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য ইমারজেন্সী অপারেশন করা হয়। আগামী এক বছরের সকল সিজারিয়ান ও বিভিন্ন জটিল অস্ত্রোপচার ফ্রিতে করার কর্মসূচি হাতে নেন হাসপাতাল কর্তৃপক্ষ । ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ২৬ই মার্চ পর্যন্ত (১ বছরের) জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি ও সিজারিয়ানে জন্মানো নবজাতকের সকল খরচ বহন করবেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) ব্রাহ্মণবাড়িয়া।

দুপুর ১ ঘটিয়ায় কেককেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সময় এ ঘোষণা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তও্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন ও হাসপাতালের সহ:পরিচালক ডা: মোঃ মাসুম ইফতেকার, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুখেন্দু বিশ্বাস, জেলা স্বাচিপ নেতা ডাঃ ফাইজুর রহমান ফয়েজ, ডাঃ খোকন চন্দ্র দেবনাথ ও ডাঃ ফখরুল আলম আশেকসহ স্বাচিপের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিল।


Shares