Main Menu

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা

+100%-

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠন।

বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক এইচ.এম. সিরাজ, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজকে জেলা ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, সিনিয়র সহ-সভাপতি সুজন দত্ত, সহ-সভাপতি শাহিদুল আলম জীবন, ওবায়দুর রহমান বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জাহিন রেজা, সাংগঠনিক সম্পাদক আজহারুল হাসান মিঠু, রুহুল আমিন আফ্রিদি, কর্মস্থান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম সোহান, উপ-দপ্তর সম্পাদক আব্দুল হালিম, সদস্য শাকিল ইসলাম তামিম, সদর উপজেলা শাখার সভাপতি কাজী খায়রুল আলম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রায়হান, পৌর শাখার সভাপতি সামি আহমেদ নাবিল, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মওলা ফারানী, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শেখ সৌরভ, সৈয়দ ইবাদ, সায়িম, মাহিন, ফাহাদ, সাইফুল, সৈয়দ রিফাত প্রমুখরা উপস্থিত ছিলেন