Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ১২ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ২

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ পথে আনা প্রায় ১২লাখ টাকা মূল্যের ৮৯টি ভারতীয় মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা শহরের ভাদুঘর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলার আখাউড়া উপজেলার কালিকাপুরের ইদন মিয়ার ছেলে ইমরান হোসেন (৩২) ও একই উপজেলার বীরচন্দ্রপুরের খোকন মিয়ার ছেলে আতিকুল ইসলাম পায়েল(২০)।

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ভাদুঘর পৌর বাস টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়েছে। তারা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় মোবাইল গুলো পাচার করে এনেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Shares