Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় হাম-রুবেলার টিকা পাবে নয় লাখ শিশু

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় নয় মাস থেকে ১০ বছর বয়সি আট লাখ ৯৪ হাজার ২৯০ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম।

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে হওয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন জানান, জেলার তিন হাজার ৭৫টি বিদ্যালয়ে গিয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিশুদেরকে এ টিকা দেয়া হবে। প্রায় চার হাজার কর্মী টিকাদান কাজে থাকবেন। এ সময় উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালে তত্ববধায়ক ডা. মো. শওকত হোসেন টিকার বিষয়ে যেন কোনো অপপ্রচার না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।


Shares