Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো ব্যবসায়ীর

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন পান্ডব (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার হাবলাউচ্চ গ্রামে এই ঘটনা ঘটে।

শাহীন হাবলাউচ্চ গ্রামের আরজ উদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে শাহীন মোটরসাইকেলে বাড়ি থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দিকে রওনা হন। পথে নিকটবর্তী রাধিকা নামক স্থানে সড়কে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Shares