Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় শহরের পশ্চিম মেড্ডায় পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে ওই এলাকার নুরুল ইসলামের মেয়ে মিথিলা (৬) এবং তার খালা শামসুন্নাহার (১০)। মিথিলা মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও শামসুন্নাহার মডেল গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী।

পরিবারের লোকজন জানায়, দুপুরে বাড়ির সামনে মাছ ধরেত গিয়ে প্রথমে মিথিলা পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে শামসুন্নাহারও পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।


Shares