Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

+100%-

বিএনপি জামাতের পদযাত্রার নামে সন্ত্রাসী কর্মকান্ড, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং জনগণ ও দেশব্যাপী পুলিশের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ ফেব্রুয়ারি বিকেলে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্তরে এসে সমাবেশ করে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি এডভোকেট শাহানুর ইসলাম।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা যুবলীগ, পৌর যুবলীগ, ইউনিয়ন যুবলীগ, ওয়ার্ড যুবলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেন।


Shares