Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পুনাকের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শীতার্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর সার্কেল অফিস প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী মিসেস শাহানা আক্তার মুক্তি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, ডিআইও(১) ইমতিয়াজ আহম্মেদ,পিপিএম প্রমুখ।

পরে পথশিশু ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) সমাজের অবহেলিত মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি বলেন মাননীয় প্রধানন্ত্রী অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন তাদের চাকুরী, পূর্ণবাসন, ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এই দাবি শুধু প্রধানমন্ত্রীর নয় এই দাবি আমাদের সকলের। আমরা চাইলে সমাজের চিত্র পরিবর্তনের কাজটি একত্রে মিলেমিশে অনেক সহজেই করতে পারি। তাই আমরা চাই আমাদের মতো সমাজের অন্যরাও এদের জন্য এগিয়ে আসুক।


Shares