Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। “ মুজিবর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মাহবুব আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ রবিউল হক মজুমদার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ব্রাহ্মণবাড়িয়ার উপ-সহকারী পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম ভুইয়াপ্রমূখ। আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়।


Shares