Main Menu

জেলায় সর্বমোট ১৪২১ জন আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকসহ ২২জন করোনা ভাইরাস আক্রান্ত (৯ই জুলাই)

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায়র চিকিৎসকসহ নতুন ২২জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১৪২১ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে।

বৃহস্পতিবার (৯ই জুলাই) রাত ৮টায় জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৮টি নমুনার রিপোর্টে নতুন ২২জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়।

গত ৯ই জুলাই রাতের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চিকিৎসকসহ নতুন শনাক্ত ০৭জন, আখাউড়া উপজেলায় ০২জন, বিজয়নগর উপজেলায় ০২জন, নাসিরনগর উপজেলায় ০৩জন, সরাইল উপজেলায় ০১জন, আশুগঞ্জ উপজেলায় ০৬জন ও কসবা উপজেলায় ১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

জেলায় বর্তমানে আক্রান্ত সংখ্যা ১৪শ ছাড়িয়েছে। এখন পর্যন্ত জেলায় ১৪২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৭৯জন, আখাউড়া উপজেলায় ১০২জন, বিজয়নগর উপজেলায় ৫১জন, নাসিরনগর উপজেলায় ৬৯জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১০৪জন, নবীনগর উপজেলায় ২৩০জন, সরাইল উপজেলায় ৯৬জন, আশুগঞ্জ উপজেলায় ৮৯জন ও কসবা উপজেলায় ২০১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । জেলার নতুন ২১জন সুস্থ হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ জেলায় আক্রান্তদের মধ্যে ৫০৯জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৪জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮৮৭জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১১৫৯৭ জনের পিসিআর রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১১০৭৪ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১৪২১ জন আক্রান্ত হয়েছে৷


Shares