Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় গলায় ট্যাবলেট আটকে শিশুর মৃত্যু

+100%-

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গলায় ট্যাবলেট আটকে জিহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সুহিলপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জিহাদ ওই এলাকার তাজুল ইসলামের ছেলে।

ওই শিশুর চাচা সিরাজুল ইসলাম জানান, জিহাদের জ্বর এসেছিল। জ্বর বেড়ে যাওয়ায় দুপুরে তার মা নাপা ট্যাবলেট খাওয়ান। ওই ট্যাবলেট খাওয়ানোর পরপরই জাহিদের শ্বাসকষ্ট শুরু হয়। এরপর মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, ট্যাবলেট গলায় আটকে যাওয়ায় শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। এর ফলে তার মৃত্যু হয়েছে।


Shares