Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার ৪ উপজেলায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত, বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর, নবীনগর, সরাইল, আশুগঞ্জে দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। এছাড়া অন্যান্য উপজেলায় দমকা হাওয়া বয়ে গেছে। এতে বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।আর দমকা ও ঝড়ো বৃষ্টিতে সরাইলের অরুআইলে করোনার জন্য স্থাপিত হওয়া অস্থায়ী বাজার লন্ডভন্ড হয়ে গেছে।দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত এ দমকা হাওয়া ও বৃষ্টিপাত হয়।

নবীনগরে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত। ছবি-সাদিয়া সাইমা।

বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ার তথ্য পাওয়া গেলেও এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আখাউড়ায় দমকা হাওয়া ও মেঘলা আকাশ। ছবি_সমীর চক্রবর্তী।

এদিকে, কয়েকদিনের টানা গরমের পর বৃষ্টির দেখা পেয়ে স্বস্তিতে ব্রাহ্মণবাড়িয়াবাসী।


Shares