Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী দিলেন আল-মদিনা ফার্মাসিউটিক্যালস…

+100%-
ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীদের সুরক্ষা সামগ্রী উপহার দিলেন আল-মদিনা ফার্মাসিউটিক্যালস।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এসব সামগ্রী সাংবাদিকদের হাতে তুলে দেন আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী আজহার উদ্দিন।
সাংবাদিকদেরকে দেয়া সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল- সার্জিকেল মাস্ক, হাতের গ্লাভস, মপ ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজার, অ্যান্টি হিস্টামিনসহ বিভিন্ন জাতের ওষুধ। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ৭০ জন সাংবাদিককে এসব সামগ্রী দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক কাউসার এমরান, মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ, যুগান্তর ও যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, ডেইলি সান’র প্রতিনিধি নিয়ামুল আকঞ্জী, বাংলার চোখের প্রতিনিধি ইফতেয়ার রিফাত, প্রতিদিনের সংবাদ’র প্রতিনিধি মজিবুর রহমান খান, দৈনিক করতোয়া’র প্রতিনিধি শাহজাহান আলম সাজু, আজকালের খবর’র প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী, ডেইলি বাংলাদেশ’র প্রতিনিধি চয়ন বিশ্বাস ও আমার সময়’র প্রতিনিধি সুমন আহমেদ।

Shares