ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টি এ রোড এলাকায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বিটিজেএ সভাপতি আল আমীন শাহীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিটিজেএ সিনিয়র সহসভাপতি মো: আশিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আজিজুর রহমান পায়েল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পলাশ, কার্যকরী সদস্য আশেক মান্নান হিমেল ও মেহেদী নূর পরশ।
সভায় বিটিজেএ সভাপতি আল আমীন শাহীন বলেন, টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিটিজেএ অঙ্গিকার বদ্ধ। ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর কল্যাণ সাধনে সাংবাদিকরা ভূমিকা রেখে আসছে। সে ধারা আরো গতিশীল করতে আমরা সম্মিলিত ভাবে ভূমিকা রাখবে। তিনি পেশাগত কাজে সকল মহলের দোয়া ও সহযোগীতা কামনা করে।
« ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাবের উদ্যোগে মাসব্যাপী “শহীদ মীর মুগ্ধ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সংস্কার করে নির্বাচন দিন- ব্যারিস্টার রুমিন ফারহানা »