Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লাহ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলমকে বদলি করা হয়েছে। তাকে রাজধানীর মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। তার বদলে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন সিভিল সার্জন হিসেবে যোগ দিবেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ইন্ডাস্ট্রিয়াল হেলথ) ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ।

রাষ্ট্রপতির আদেশক্রমে রবিবার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান জনস্বার্থে এ আদেশ জারি করেন।

বদলিকৃত দের আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাদের নিজ নিজ পদায়নকৃত স্থানে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় হাসপাতালের ভেতরে কনসার্ট ও আতস ফুঁটিয়ে আলোচনায় আসেন ডাঃ মোঃ শাহ আলম। এছাড়াও করোনা আতঙ্কের মধ্যে সরকারি আদেশ অমান্য করে সম্প্রতি তিনি মেয়ের বিয়ে দিয়েছেন ধুমধাম করে যা গণমাধ্যমে উঠে আসে।


Shares