ব্রাহ্মণবাড়িয়ার তিন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ পড়লো বঙ্গবন্ধুর নাম



ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ‘বঙ্গবন্ধু’ নামটি বাদ দেওয়া হয়েছে। রোববার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠি সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গত ৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে নাম পরিবর্তনের জন্য একটি চিঠি পাঠানো হয়। এরপর ১৭ মে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকেও নাম পরিবর্তনের বিষয়টি জানানো হয়। পরে সংশ্লিষ্ট উপজেলা থেকে নাম পরিবর্তনের তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, বিগত ফ্যাসিবাদী সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে নামকরণ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এগুলো হলো—‘গৌতমপাড়া ঘাটুরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’-এর নতুন নাম ‘গৌতমপাড়া ঘাটুরা উচ্চ বিদ্যালয়’; ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়’-এর পরিবর্তে ‘নাটাই উত্তর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়’; ‘চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজ’-এর পরিবর্তে ‘চিনাইর ডিগ্রি কলেজ’।
চিঠিতে আরও বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে কার্যালয়ে সচিত্র প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী এই নাম পরিবর্তন করা হয়েছে।