ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি বিশ্ববিদ্যালয়ের দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি



সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষাবিষয়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি তুলে দেন জেলার কৃতি শিক্ষার্থীরা। একই সঙ্গে এর অনুলিপি প্রধান উপদেষ্টা ও অর্থ-পরিকল্পনা উপদেষ্টার কাছেও পাঠানো হয়।
স্মারকলিপিতে বলা হয়- ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়া অর্থনৈতিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হলেও স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও এখানে সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়নি।
আরও বলা হয়- প্রায় ৩৪ লাখ জনসংখ্যার এই জেলায় রয়েছে গ্যাসক্ষেত্র, বিদ্যুৎ কেন্দ্র, সারকারখানা, নদীবন্দর, স্থলবন্দর এবং কৃষিপ্রধান অর্থনীতি। সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হলে জেলার পাশাপাশি আশপাশের শিক্ষার্থীরাও উপকৃত হবে।
« কসবায় ১১৮ কেজি গাঁজা ও ২০ বোতল ইস্কপসহ গ্রেফতার ৪ (পূর্বের সংবাদ)