Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

+100%-

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিক ও প্রকৌশলী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন, আনিসুর রহমান মঞ্জু, এডভোকেট মো. শফিকুল ইসলাম, আলহাজ্ব এবিএম মুমিনুল হক, এডভোকেট মো. তরিকুল ইসলাম রুমা, সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এবং সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।

বক্তারা তাঁদের আলোচনায় শহীদ জিয়াউর রহমানের জীবনী, দেশপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা ও জাতীয় উন্নয়নে অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগের সাথে তুলে ধরেন। তাঁরা বলেন, “শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতার রক্ষক, গণতন্ত্রের প্রবর্তক এবং আত্মনির্ভরশীল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।” বক্তারা আরও বলেন, “আজকের সংকটময় সময়েও শহীদ জিয়ার আদর্শই আমাদের চলার পথে আলোকবর্তিকা হয়ে থাকবে।”

আলোচনা পর্ব শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন আলহাজ্ব এবিএম মুমিনুল হক।

অনুষ্ঠানে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন পরিবেশে আচ্ছাদিত, যেখানে শহীদ জিয়াকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁর রেখে যাওয়া আদর্শ ও সংগ্রামের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।






Shares