Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্যেদিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

+100%-

সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানকে নিয়ে ২২ বছর পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। নানা কর্মসূচির মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী। বৃহস্পতিবার সকালে পবিত্র কোরআন খতমের মধ্যদিয়ে শুরু করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গনে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,জেড,এম আরিফ হোসেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এনটিভির নিজস্ব প্রতিবেদক শিহাব উদ্দিন বিপু। এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ, জেলা বিএনপির সহ-সভাপতি এ,বি,এম মমিনুল হক, দেশের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নাজমুল হুদা বিপ্লব, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন।

এসময় বক্তারা বলেন, এনটিভি বহু ঝড় ঝঞ্ঝার মধ্য দিয়ে বিকশিত হয়ে আরো সমৃদ্ধ হয়ে উঠেছে। দেশ ও গণমানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না করতে পারলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। রাজনৈতিক নেতাকর্মীদের সুদৃঢ় কমিটমেন্ট এর উপর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এতে দেশ ও জাতি সকলে উপকৃত হবে। যখন বাকস্বাধীনতা নিশ্চিত হবে তখন নতুন বাংলাদেশের যে স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ,ফ,ম কাউসার এমরান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নিয়াজ মুহাম্মদ খান বিটু, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ কে সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তি যোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

অনুষ্ঠান পরিচালনা করেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মুফতি নোমান মাজারি।