Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাব নেতাদের সঙ্গে শ্যামলের মতবিনিময়

+100%-

বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল।

শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শহীদ মিলন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি ডা. মকবুল হোসেন সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ডা. মনির হোসেনের সঞ্চালনায় জাতীয়তাবাদী দল বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া জাতীয়বাদী দল বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও বিএনপি নেতা জহিরুল হক খোকন উপস্থিত ছিলেন৷

ইঞ্জিঃ খালেদ মাহবুব শ্যামল বলেন, হাসপাতালে অনেক গরীব রোগী আসে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে৷ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন অসংখ্য মানুষ। স্বল্প খরচে মানসম্পন্ন সেবা লাভের আশায় বহু মানুষের ভিড় জমে এখানে। কিন্তু সাম্প্রতিক সময়ে এখানে দালাল ও ওষুধ কোম্পানির দৌরাত্ম্য লক্ষণীয় । দালালের অত্যাচারের কারণে সেবা পেতে বিঘ্ন ঘটছে সাধারণ মানুষের। হাসপাতালে বিনামূল্যে ওষুধ ও রোগীদের পরীক্ষা করানোর ব্যবস্থা করতে হবে৷ ডাক্তারগণ দায়িত্বশীল হয়ে রোগীদের চিকিৎসা দিতে হবে।

এসময় চিকিৎসকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাধারণ সম্পাদক ডা. জহির, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. আখতার হোসেন, ডা. হিমেল খান সহ হাসপাতালে অন্যান্য চিকিৎসকবৃন্দ সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।