Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি এনাম গ্রেপ্তার

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তনগর ট্রেনের ১৩টি টিকিটসহ খায়রুল এনাম (৩৭) নামের এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নবীনগর উপজেলার নারুই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

রেলওয়ে পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফরমে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৩৩টি আসনের টিকিসহ খায়রুলকে গ্রেপ্তার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খায়রুলের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।






Shares