ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ চিহ্নিত কালোবাজারি হাকিম গ্রেফতার



ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার সন্ধ্যায় রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে আন্তনগর ট্রেনের ৮টি টিকিটসহ মোঃ আব্দুল হাকিম (৪৯) নামের এক টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত টিকিট কালোবাজারি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজপাড়ার দানা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এস আই সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২৩টি আসন যুক্ত ৮টি টিকিট ও টিকিট বিক্রির নগদ ৪ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়,আটক হওয়া আব্দুল হাকিমের বিরুদ্ধে পূর্বেও টিকিট কালোবাজারিসহ বিভিন্ন ধরনের ১৭ টি মামলা রয়েছে। তাকে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে । অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানায়।