Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় টিভি সাংবাদিকদের জন্য দুইদিন ব্যাপী কর্মশালা শুরু

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু, কিশোর ও নারী উন্নয়নে সচেতনাতা বৃদ্ধিতে টেলিভিশন সাংবাদিকদের জন্য দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (৩০ মে) সকাল সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ মিলনায়তনে ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিস শিরোনামে এ কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিটের গবেষণা কর্মকর্তা মো. ফাহিম সিদ্দিকী।

কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশনে কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেন। শনিবার শেষ হবে এ কর্মশালা।






Shares