Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় কেরাম খেলার সময় ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু

+100%-

ব্রাহ্মণবাড়িয়ায় কেরাম খেলার সময় হওয়া ঝগড়া ফেরাতে গিয়ে ছুরিকাঘাতে আহত মো. মারুফ নামে (১৬) এক তরুণ বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত সোমবার তিনি ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন। নিহত মারুফ জেলার সদর উপজেলার বুধল ইউনিয়নের থলিয়ারা গ্রামের কাশেম মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার বিকেলে সরকারি মোড়ে কয়েকজন কেরাম খেলছিলেন ও খেলা দেখছিলেন। এ সময় তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া ফেরাতে গেলে মারুফকে ছুরিকাঘাত করা হয়। তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, হামলার ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে চিকিৎসাধীন অবস্থায় মারুফ মারা যাওয়ার বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Shares