ব্রাহ্মণবাড়িয়ায় এনআইএক্টের মামলায় সাজাপ্রাপ্ত ঔষধ ব্যবসায়ী গ্রেফতার



ব্রাহ্মণবাড়িয়ায় এনআইএক্টের মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট থাকায় এক ঔষধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১২ মে রাজধানী ঢাকা থেকে মেসার্স ২৪/৭ ফার্মেসির মালিক শাহিন উদ্দিনকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। শাহিন সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিন ওরফে জারু মাষ্টারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শাহিন ব্যবসার মূলধন বাড়ানোর জন্য ২০২১ সালে তার বন্ধু হাবিবুর রহমানে কাছ থেকে ৩ মাসের জন্য ২৫ লক্ষ টাকা ধার নেন। বিনিময়ে তাকে একটি চেক প্রদান করেন। কিন্তু টাকা নিয়ে উধাও হয়ে যায় শাহিন। পরবর্তীতে তার দেয়া চেক ব্যাংকে জমা দিলে তাও প্রত্যাখ্যাত হয়। পরবর্তীতে হাবিবুর রহমান আদালতে মামলা করলে আদালত তাকে সমন জারি করলেও তিনি আদালতে উপস্থিত হননি। তার অনুপস্থিতিতেই বিচার কার্য অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া যুগ্ম দায়রা জজ ২য় আদালত মামলার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও চেকে বর্ণিত ২৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, আসামী শাহিনের বিরুদ্ধে সাজা ওয়ারেন্ট থাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।