ব্রাহ্মণবাড়িয়ায় আর এস জিপসান ডেকোরেশনের শুভ উদ্বোধন



মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ঘাটুরায় আর এস জিপসান ডেকোরেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ মে) বিকাল ৫ টায় ঘাটুরা ১ নং, তিতাস গ্যাসফিল্ড এর পাশে নতুন রুপে এ শোরুম উদ্বোধন করা হয়।
এতে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. রাহিম মিয়া, সভাপতিত্ব করেন, মাওলানা মেরাজুল ইসলাম কাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মো. জামাল উদ্দিন, মো. জয়নাল আবেদীন, মো. হোসেন মিয়া, মো. হারুন মুল্লা, মো. কাজী কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ খসরু মোল্লা, মোঃ স্বপন মোল্লা মেম্বার, কাজী কবির হোসেন, কাজী আবু সায়েম, কাজী সুমন, কাজী রানু মিয়া, মোহাম্মদ দুলাল খন্দকার, মোহাম্মদ সোলেমান হাজারী, কাজী আরমান, মোঃ মোস্তাক মিয়া, রফিক মিয়া, জালাল মিয়া। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো, রাসেল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. সাদ্দাম হোসেন।
উপস্থিত অতিথিরা নতুন এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এর সফলতা কামনা করেন। স্থানীয় এলাকাবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং জিপসাম ডেকোরেশনের উপকরণ স্থানীয়ভাবে সহজলভ্য হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
সত্বাধিকারী মো : রাসেল আহমেদ জানান, এ শোরুমের অধীনে বিভিন্ন জায়গায় বিল্ডিং এর রুমে ডিজাইনের কাজ করা যাবে ।