ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেফতার



ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার এমদাদুল হক (৪০)–কে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেল ৪টার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম।
এর আগে বুধবার (১৮ জুন) রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার গোকর্ণঘাট আমিনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার এমদাদুল হক জেলার বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামের আবু জাহেরের ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে এমদাদুল হককে গ্রেফতার করে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম নেতা। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
« ভারতে কারাভোগ শেষে আখাউড়া দিয়ে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি (পূর্বের সংবাদ)