ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া এবং বেটিং চক্রের ২ সদস্য গ্রেফতার



ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া এবং বেটিং চক্রের ২ সদস্য গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত ২২ জুন এ অভিযান পরিচালনা করলেও তাদের আটকের বিষয়টি জেলা পুলিশের ফেসবুক পেজে জানানো হয় ২৪ জুন ১২টার দিকে। তবে এ বিষয়ে গণমাধ্যমে কোন প্রেসবিজ্ঞপ্তি পাঠানো হয়নি।
সেই ফেইসবুক পোস্টে জানানো হয়, রবিবার রাতে ডিবি পুলিশ বিজয়নগর ও আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়া এবং বেটিং এর সংঘবদ্ধ চক্রের ০২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে জুয়া ও বেটিং এর কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয় । আটককৃত দুইজন অনলাইন জুয়া সাইটের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করতো । তারা ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং ও অন্য ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করতো । এ ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবহারকারীদের জুয়ায় অংশ নিতে প্রলুব্ধ করতো।
গ্রেফতারকৃত দুজনের নাম দেলোয়ার জাহান ঝন্টু(২৫) ও মোঃ ফাহিম(২৫) জানানো হলেও তাদের পরিচয় গোপন রাখা হয়েছে। এমনকি তাদের চেহারাও অস্পষ্ট করে পোস্ট করা হয়েছে।
এঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও পোষ্টে উল্লেখ করা হয়েছে। সেই মামলায় তাদেরকে আদালতে পাঠালে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানানো হয়েছে।