বিশ্বরোডে চাঁদা তোলার সময় যৌথবাহিনীর অভিযানে ৩ জন চাঁদাবাজ গ্রেফতার



বিশ্বরোডে যানবাহনে চাঁদাবাজির সময় ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৪টায় উপজেলার খাটিহাতা (বিশ্বরোড) গোলচত্বর এলাকায় এই অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাইফ এর নেতৃত্বে যৌথ একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিভিন্ন ধরনের যানবাহন থেকে চাঁদাবাজি করার সময় তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সরাইলের কুট্টাপাড়া গ্রামের মোঃ মোকলেস মিয়া, নয়ন ও মোঃ আরাফাত আলী।
অভিযানে গ্রেফতার করার পর তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
« কসবায় ইউপি কার্যালয় থেকে আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় ১১৮ কেজি গাঁজা ও ২০ বোতল ইস্কপসহ গ্রেফতার ৪ »