Main Menu

ফিরোজুর রহমান ওলিওর নির্বাচনী ইশতেহার ঘোষণা

+100%-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজুর রহমান ওলিও (কাচিঁ প্রতিক) ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এসময় তার পক্ষে ইশতেহার পাঠ করেন এডভোকেট মোঃ শাহপরান।
ফিরোজুর রহমান তার ইশতেহারে জীব-বৈচিত্র রক্ষায় তিতাস নদী ও বিভিন্ন খাল পুঃণ খনন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে অকাঠামোগত উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে শান্তিপূর্ণ একটি পরিকল্পিত নগরীতে গড়ে তোলার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন। পরে তিনি সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্র নেতা মাহমুদুল হক ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুক প্রমূখ উপস্থিত ছিলেন।


Shares