প্রকাশিত সংবাদের প্রতিবাদ:: ডায়াবেটিক সমিতির নতুন কমিটি
গত ১৩ ডিসেম্বর-২০১৫ ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় বিভিন্ন পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে বলে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির সদস্য মনিরুল ইসলাম মিনার এর সভাপতিত্বে ও হাজী মোঃ কামাল উদ্দিনের পরিচালনায় সমিতির কার্যালয়ে যে সভা অনুষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করা হয় যা তা সম্পূর্ণ মিথ্যা। উল্লেখিত সময়ে উল্লেখিত স্থানে কোন সভা হয়নি। সংবাদটি সম্পূর্ন অসৎ উদ্দেশ্যে প্রণোদিত। উক্ত সংবাদে তাদের নেতৃতে ১১ সদস্য বিশিষ্ট নতুন যে কমিটি ঘোষনা করা হয়েছে তা সম্পূর্ণ সমিতির গঠনতন্ত্র ও আইন বিরোধী। কেননা ডায়বেটিক সমিতির একটি পূর্নাঙ্গ অনুমোদিত কমিটি রয়েছে। যা সমাজসেবা অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কর্র্র্তৃক অনুমোদিত। অনুমোদিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সম্পাদকবৃন্দের উপস্থিতি ব্যতিত কোন সাধারন সভা আহবান করা বা কমিটি ঘোষণা করা যায় না। এমতাবস্থায়, উপরোক্ত কমিটি সম্পূর্ণ অবৈধ ও বেআইনী। তাদের বিরুদ্ধে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাদের মাধ্যমে প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হতে সর্ব সাধারণকে অনুরোধ জানানো হচ্ছে। এই জাতীয় ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করা হচ্ছে।