পুনিয়াউটে দেশীয় অস্ত্রসহ ১৬ ডাকাত আটক
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ১৬জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। এর আগে ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট প্রজেক্ট এলাকা থেকে তাদের আটক করে সদর মডেল থানা পুলিশ।
আটককৃতরা হলেন, জেলা শহরের সরকার পাড়ার মো ইমন মিয়া, পশ্চিম মেড্ডার প্রেম জয় (২৩), ভাদুঘরের মোঃ জাবেদ (৩০), উত্তর মৌড়াইলের ইতিহাস মিয়া (১৮), কান্দিপাড়ার পিয়াস মিয়া (৩২), কাজিপাড়ার রতন মিয়া (৩০), গোকর্ণঘাট এলাকার সুজন মিয়া, উত্তর মৌড়াইলের আদনান ইসলাম (২৭), কাজিপাড়ার মুন্না (২০), পশ্চিম মেড্ডার মোস্তাকিম (২০), উত্তর মৌড়াইলের আল আমিন (২০), উত্তর পৈরতলার মো. আল আমিন (৩৮), বিরাসারের রুবেল (৩০), কাজিপাড়ার সোলেমান (২২), সুহিলপুরের রোমান (১৯) ও হবিগঞ্জের মাধবপুরের মনতলার মোঃ রাসেল (২৩)।
আটককৃতদের মধ্যে পিয়াসের বিরুদ্ধে ২০টি, ইতিহাসের বিরুদ্ধে ১৩টি, মোঃ আল আমিনের বিরুদ্ধে ১০টি, সোলেমানের বিরুদ্ধে ৮টি, রতনের বিরুদ্ধে ৭টি, আল আমিনের বিরুদ্ধে ৬টি ও সুজনের বিরুদ্ধে ২টি মামলা চলমান রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, ভোরে ডাকাতির প্রস্তুতিকালে ১৬ ডাকাতাকে দেশীয় অস্ত্রসস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের কাছে লোহা কাটার ব্লেড, রাম দা, চাপাতি সহ আরও বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র পাওয়া যায়। এই ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।