ব্রাহ্মণবাড়িয়া-সিমনা সড়ক
নয় কিমি পথ রঙিন গাছে রাঙা হবে



ব্রাহ্মণবাড়িয়া-সিমনা সড়ক রঙিন গাছে রাঙা হবে। নয় কিলোমিটার পথকে রঙিন করে তুলতে ও গাছের ছায়া পেতে রঙিন গাছ লাগানো শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়া ও বিজয়নগর উপজেলার মধ্যে সরাসরি সংযোগ সড়কে মঙ্গলবার সকালে পাঁচ হাজার ঋতুভিত্তিক রঙিন গাছ লাগানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নয় কিলোমিটার ওই পথে এক হাজার কৃষ্ণচূড়া, এক হাজার সোনালু, এক হাজার জারুল, এক হাজার পলাশ ও অন্যান্য জাতের এক হাজার গাছ রোপণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার গাছ লাগানোর কাজ শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।
জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে পাঁচ হাজার ঋতুভিত্তিক রঙিন গাছ লাগানো হবে। গাছগুলো যাতে সঠিকভাবে পরিচর্যা করা হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এই প্রকল্পে সহায়তা করবে এলজিইডি ও বন বিভাগ। প্রকল্পের দেখাশোনা করার জন্য একটি কমিটি করে দেওয়া হবে। কমিটি কাজের তদারকি করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শশাঙ্ক কুমার বিশ্বাস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মো. ইসতিয়াক ভূইয়া, বিজয়নগরের ইউএনও সাধনা ত্রিপুরা, জামায়াত আমীর মো. মোবারক হোসেন আখন্দ, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. জহিরুল হক খোকন, এবিএম মমিনুল হক, সাবেক পৌর মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা, প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোশিয়েনের সভাপতি আল-আমীন শাহীন, এনসিপি’র আহবায়ক আজিজুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে অতিথিরা ব্রাহ্মণবাড়িয়া থেকে সড়কের শুরুর স্থানে বিভিন্ন গাছের চারা রোপণ করেন।