দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মামু আরিফকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার



দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহ্বায়ক মোঃ আরিফ নূরুল আমীন (মামু আরিফ) কে বহিষ্কার করা হয়েছে। বুধবার স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদস্য সচিব মোল্লা সালা উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বুধবার পত্র স্বাক্ষরিত হলেও তা বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো হয়। তবে পত্রে তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা সুষ্পষ্ট করা হয়নি।
প্রেস বিজ্ঞপ্তিটি হুবুহু তুলে ধরা হল, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযোগ থাকায় গত ২৩/০৬/২০২৫ইং তারিখে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর জবাব চাওয়া হলেও কর্নপাত না করে উল্টো মারাত্মক দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আরিফ নূরুল আমীন’কে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল ও তার অধীনস্ত সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে মোঃ আরিফ নূরুল আমীন এর সাথে সকল প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। অদ্য ২৫/০৬/২০২৫ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদস্য সচিব মোল্লা সালা উদ্দিন অত্র সিদ্ধান্ত গ্রহণ করেন।