Main Menu

জায়গার অভাবে শেরপুর কবরস্থানে লাশ দাফন বন্ধ, সকলকে এগিয়ে আসার আহবান

+100%-

ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর কবরস্থানে লাশ দাফন বন্ধ রয়েছে কয়েক মাস ধরে। তাই কবরস্থানটির সম্প্রসারন ও উন্নয়নের লক্ষ্যে শনিবার শহরের বিশিষ্ট নাগরিকদের নিয়ে শেরপুর কবরস্থান মাজার কমপ্লেক্সে এক মত বনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আল মামুন সরকার।

শেরপুর কবরস্থান মাজার কমপ্লেক্স সভাপতি তাজ মো: ইয়াছিনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বনিক সমিতির সভাপতি মো: আজিজুল হক, পৌরসভার প্যানেল মেয়র মুরাদ খান, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জহিরুল হক খোকন,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম ভূইয়া, বেসরকারী ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাক্তার আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জানার্লিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক মো: ওসমান গনি, শহর আওয়ামীলীগ সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।কমপ্লেক্সের খতিব মুফতী সাইফুল ইসলাম সভাটি সঞ্চালনা করেন।

এতে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও, জেলা বিএনপি’র সহ-সভাপতি মো: জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান বশির উল্লাহ জরু, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, পৌর কাউন্সিলর খবির উদ্দিন ও মিজানুর রহমান আনসারী, জেলা আওয়ামীলীগের উপ দফতর সম্পাদক মো: মনির হোসেন,জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ।

মীর শাহাবুদ্দিন(র:) ওয়াকফ এস্টেটের আওতাধীন এই কবরস্থানটির জায়গার পরিমান প্রায় ৫২ শতক। মাজার,মসজিদ ও মাদ্রাসা সংলগ্ন শহর বাইপাস সড়কের পাশের কবরস্থান শহরের মানুষের পছন্দের। যে কারণে এখানে মরদেহ দাফনের চাপ রয়েছে। প্রতিদিনই ৫/৬ টি মরদেহ আসে। কবরস্থানটি সম্প্রসারনে আশপাশে আরো ৬২ শতক জায়গা ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মতবিনিময় সভায় জানান, শেরপুর কবরস্থান মাজার কমপ্লেক্স সভাপতি তাজ মো: ইয়াছিন। এই জায়গা ক্রয়ে কয়েক কোটি টাকা প্রয়োজন বলেও জানান তিনি।

কবরস্থানটি সম্প্রসারনে জায়গা ক্রয়ের অর্থের সংস্থানে সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান সভার প্রধান অতিথি জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আল মামুন সরকার।

মতবিনিময় সভায় উপস্থিত ব্যাক্তিদের অনেকে তাৎক্ষনিক তাদের সামর্থ্য অনুসারে নগদ অর্থ প্রদান করেন এবং পড়ে দেয়ার প্রতিশ্রুতি দেন।


Shares