Main Menu

কসবার মেয়র প্রার্থী এমএ আজিজের বিশাল শোডাউন, দলীয় মনোনয়ন ফরম জমা

+100%-

বিশাল শোডাউন করে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দিয়েছেন কসবা উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ধীরেন্দ্র দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে তিনি আবেদন ফরম জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে কসবা থেকে প্রায় ২৫০ টি মাইক্রোবাস, ৪০ টি নোহা, ২৫০ টি মোটরসাইকেল ও ১৯ টি বাসযোগে এমএ আজিজের কর্মী ও সমর্থকেরা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আসেন। তারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে অবস্থান করেন। সরকারি কলেজ মাঠ থেকে প্রায় তিন হাজার কর্মী ও সমর্থকের বিশাল মিছিল নিয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় বাদ্যযন্ত্রের তালে তালে মিছিলকারীরা মেতে উঠে। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে গিয়ে মনোনয়নের আবেদন ফরম জমা দেন।

এ সময় এমএ আজিজ বলেন, মাননীয় আইনমন্ত্রী মহোদয় আমাকে মাঠে কাজ করে যেতে বলেছেন। আমি তার নির্দেশ মতই কাজ করছি। আমার এলাকার জনগন তাদের সেবক হিসেবে আমাকে পেতে চান। দল থেকে মনোনয়ন পেলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।


Shares