কর্মকর্তারা বিশ্বরোড়ে আছেন কিনা দেখতে ভিডিও কল দিলেন সড়ক উপদেষ্টা




কর্মকর্তারা সড়কে আছেন কিনা তা নিশ্চিত হতে ভিডিও কল দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৃহস্পতিবার রাত ৮টার ঘটনা এটি। সূত্র জানায়, আশুগঞ্জ-আখাউড়া ফোরলেন সড়ক নির্মাণ কাজের প্রকল্প পরিচালক মো. আবদুল আওয়াল মোল্লার প্রতি নির্দেশনা ছিল তিনি যেন উপদেষ্টার সঙ্গে কথা বলেন। উপদেষ্টাকে প্রকল্প পরিচালক ভয়েস কল করলে উপদেষ্টা ভিডিও কলে এসে কোথায় আছেন জানতে চান। বিশ্বরোড আছে জানানোর পর তিনি চারদিক ঘুরিয়ে দেখাতে বলেন। গাড়ি আছে কিনা দেখতে চান। বুধবার ব্রাহ্মণবাড়িয়া সফরের সময় উপদেষ্টা সড়কের কাজ দেখতে ১২ কর্মকর্তাকে নিয়োজিত করা হয়েছে বলে জানান। কিন্তু পরদিন বৃহস্পতিবার তারা সড়কে নেই বলে সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক মনিটরিং কমিটির ১২ সদস্যের একজনকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদের বদলি আদেশ করেন। তাকে কুড়িগ্রাম সড়ক বিভাগে বদলি করা হয়েছে। অবশ্য বদলির কোনো কারণ বলা হয়নি। মীর নিজাম উদ্দিন আহমেদ বর্তমানে জাপানে রয়েছেন। গত ২৭শে সেপ্টেম্বর থেকে ১৪ই অক্টোবর পর্যন্ত জাইকার একটি ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে তিনি সেখানে যান। নিজাম উদ্দিন মনিটরিং কমিটির ৭ নম্বর সদস্য। তার স্থলে ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে নীলফামারীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামকে। বদলিকৃত কর্মকর্তাদের ১৪ই অক্টোবর দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে। তবে আদেশে বদলির কোনো কারণ বলা নেই।
পরদিন বৃহস্পতিবার ১২ কর্মকর্তা নিয়োগের অফিস আদেশ সাংবাদিকদের হাতে পৌঁছে। গত ৪ঠা অক্টোবর এই অফিস আদেশ হয়। সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান স্বাক্ষরিত ওই অফিস আদেশে বলা হয়, সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প এবং আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চারলেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্পের আশুগঞ্জ-সরাইল মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতকরণের চলমান কাজ দ্রুততম সময়ে বাস্তবায়ন নিশ্চিতকরণের লক্ষ্যে ১২ জন কর্মকর্তার একটি মনিটরিং কমিটি করা হয়েছে।’ কমিটিতে থাকা কর্মকর্তারা হচ্ছেন সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের প্রকল্প পরিচালক, সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত পরিচালক, আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের অতিরিক্ত পরিচালক, সড়ক ও জনপথের কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সড়ক ও জনপথের ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী, সড়ক ও জনপথের ঢাকা তেজগাঁওয়ের মনিটরিং বিভাগের নির্বাহী প্রকৌশলী, আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়ক প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক (প্যাকেজ-২) এবং সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক (প্যাকেজ-৩)। অফিস আদেশে কমিটির সদস্য কর্মকর্তাদের মহাসড়কের সাইট ক্যাম্পে অবস্থান করে চলমান কাজ নিবিড়ভাবে মনিটরিং, ক্ষতিগ্রস্ত সড়কাংশের মেরামত কাজ দ্রুততম সময়ে বাস্তবায়ন ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ, মেরামত কাজ দ্রুততম সময়ে বাস্তবায়নের স্বার্থে কমিটির সদস্যগণ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও হাইওয়ে পুলিশসহ প্রয়োজনীয় সকল পর্যায়ে সমন্বয় সাধনের উদ্যোগ গ্রহণ করবেন। এ ছাড়া কমিটি কাজের বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক ভিত্তিতে সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলীর দপ্তরে দাখিল করবেন। এদিকে ১২ কর্মকর্তা প্রকল্প এলাকায় নেই বলে বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে গতকাল কর্মকর্তাদের মাঠে দেখা গেছে।































