Main Menu

করোনা আতঙ্কের মধ্যেই সুলতানপুরে দশম শ্রেণীর ছাত্রীর বিয়ে, বন্ধ করলেন ইউএনও

+100%-

করোনাভাইরাসের মহামারীতে সারাদেশে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।বন্ধ করা হয়েছে, সব ধরনের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান। এই অবস্থায়ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে এক পিতা তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে বাল্যবিবাহটি পন্ড করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া।

জানা যায়, সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকার ইসরাইল চৌধুরীর অপ্রাপ্ত বয়স্ক মেয়ের আকদ বিয়ের আয়োজন করা হয়। সে লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী।

এখবর পেয়ে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে হাজির হন। তিনি বাল্য বিবাহ না দিতে মেয়েটির পিতাকে বুঝিয়ে বলেন। ইউএনও’র কাছে বাবা বিয়ে দেবেন না মর্মে মুচলেখা প্রদান করেন ও তার ভুলের জন্য অনুতপ্ত হন।

এসময় সদর উপজেলার চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলি, সুলতানপুর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সহ স্থানীয় মেম্বার উপস্থিত ছিলেন।


Shares